Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দু’সহযোগীর জেল
Karadondo
প্রতীকী

ফরিদগঞ্জে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দু’সহযোগীর জেল

চাঁদপুরের ফরিদগঞ্জে চক্ষু চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে চক্ষু চিকিৎসকসহ দু’সহযোগীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এর মধ্যে ভুয়া চিকিৎসক লিটন মিয়াকে এক বছর, অপর দু’সহযোগী আবু সালাম(২২) ও আ: আউয়াল(২৮)কে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে।

ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবদিন এ কারাদ- প্রদান করেন।

জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক পরিচয় দিয়ে লিটন মিয়া ও তার দুই সহযোগি ফরিদগঞ্জ পৌর সভার লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনে বৃহস্পতিবার চক্ষু শিবিরের আয়োজন করে।

পরে তারা ভুয়া চিকিৎসক হিসেবে চিহ্নিত হওয়ায় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করলে ভ্রাম্যমান আদালত তাদেরকে সাজা প্রদান করেন। কারাদ-প্রাপ্ত লিটন মিয়ার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।

অপর দুই সহযোগী আ: সালামের বাড়ি কচুয়া উপজেলায় এবং আ: আউয়ালে বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।

: আপডেট, বাংলাদেশ সময় ০৭:২০ পিএম, ১৩ অক্টোবর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply