Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ
ফরিদগঞ্জে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ

ফরিদগঞ্জে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ

চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে ফরিদগঞ্জে গরীব ও দুস্থ নারীদের মাঝে সোমবার (২২ মে) সকালে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মজুমদার বাড়িতে সেলাই মেশিন বিতরণ করা হয়।

জেলা পরিষদের অর্থায়নে ১০ জন নারীর মাঝে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য জোবায়েদা মজুমদার খুশি, ৮নং ওয়ার্ডের সদস্য মো. সাইফুল ইসলাম রিপন, ১৪ নং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম সোহেল, ইউপি সদস্য আবুল বাশার মৃধা, সংরক্ষিত ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, রীনা বেগম, সাবেক ছাত্রলীগ নেতা মো. হেলাল উদ্দিন আহম্মেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘জেলা পরিষদ হচ্ছে সকল শ্রেণির প্রতিষ্ঠান। জনসাধারণের উন্নয়নমূলক কাজ করাই আমাদের দায়িত্ব। এরইমধ্যে জেলা পরিষদ থেকে শিক্ষা বৃত্তিসহ পিছিয়ে পড়া জনগণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসাবে গরীব ও দুস্থ নারীদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।’

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৪ : ৫০ পিএম, ২২ মে ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply