Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ছাত্রলীগ কমিটি নিয়ে দ্বন্দ্ব : কেন্দ্রীয় নেতার গাড়িতে হামলা
ফরিদগঞ্জে ছাত্রলীগ কমিটির দ্বন্দ্ব : কেন্দ্রীয় নেতার গাড়িতে হামলা
বিক্ষুব্দ ছাত্রলীগ নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে

ফরিদগঞ্জে ছাত্রলীগ কমিটি নিয়ে দ্বন্দ্ব : কেন্দ্রীয় নেতার গাড়িতে হামলা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের থামছে না। গত বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে নয়া কমিটি ঘোষণার পর বিক্ষুব্ধ নেতা কর্মীদের থামাতে পারছে না উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে তারা সড়ক অবরোধ করার গতকাল শনিবার দুপুরেও একই ঘটনা ঘটায়।

এদিকে ওই সময়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তাইজুল ইসলামের গাড়ি বহর সেখান দিয়ে যাওয়ার সময় তার গাড়িতেও হামলার ঘটনা ঘটে।

এ সময় ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ চলে । এতে অন্তত ৭ নেতাকর্মী আহত হয়।

সড়ক অবরোধের কারণে ফরিদগঞ্জ-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ প্রহরায় ওই ছাত্রলীগ নেতা ফরিদগঞ্জে আসেন।

এদিকে কেন্দ্রীয় নেতার গাড়িবহরে হামলা ও বাধা প্রদানকে কেন্দ্র করে ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের ধানুয়া এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে।

এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ, ছাত্রলীগ নেতা সাখাওয়াতসহ অন্তত ৭ জন আহত হয়।

ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের দ্বন্দ্বে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে এক গ্রুপের লাঠি মিছিল

ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের দ্বন্দ্বে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে এক গ্রুপের লাঠি মিছিল

এ ব্যাপারে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সম্পাদক, সহসভাপতি কলেজ ছাত্রলীগের নেতারা জানান, ‘এক বছর পুর্বে তাদের কমিটি দেয়া হলেও কোনোরূপ সম্মেলন ছাড়াই গত ৭ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলা ছাত্রলীগ নতুন কলেজ ছাত্রলীগ কমিটি ঘোষণা করে। ফলে বিগত কমিটির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। বৃহস্পতিবার দুপুরে অবরোধেরর পর ও শনিবারও তারা সড়ক অবরোধের করে এবং গাড়ী ভাংচুর করে। কেন্দ্রীয় ছাত্রলীগ সহসভাপতি তাইজুল ইসলাম এই কমিটি গঠনের সাথে জড়িত থাকায় তাকে বাধা প্রদান করে।’

অন্যদিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ জানায়, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তাইজুল ইসলাম নিয়ে শনিবার দুপুরে ফরিদগঞ্জে আসার পথে একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে বাধা প্রদান করে।’

উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের ইমেজ নষ্ট করতে এদেরকে পিছন দিকে দিয়ে কেউ সহযোগিতা করছে বলে দাবি করেন এ নেতা।

ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১২:৫০ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply