Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জের মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ এম সুলতান আর নেই
ফরিদগঞ্জের মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ এম সুলতান আর নেই

ফরিদগঞ্জের মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ এম সুলতান আর নেই

‎Sunday, ‎26 ‎April, ‎2015 06:00:16 PM

সানাউল হক :

চাঁদপুর জেলার হাঁসা আল আমিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এম. সুলতান আহমদ (৭৬) গতরাত ১২টায় হাজীগঞ্জ বিসমিল্লাহ হাসপাতালে ক্যান্সার রোগের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না….লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। মরহুমের প্রথম জানাযা তাহার হাতে গড়া প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী হাঁসা মাদ্রাসার ময়দানে রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মনজিল হোসেন, সাবেক ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুল বাশার কালু পাটওয়ারী, ড.একে এম মাবহবুবুর রহমান অধ্যক্ষ ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া মাদ্রাসা, আলহাজ্ব মমিনুল হক বালিথুবা দরবার শরীফ, মাওলানা ওয়ালিউল্লাহ গাছতলা দরবার শরীফসহ বিভিন্ন উপজেলা থেকে আসা ওলামায়ে মাশায়েখ উপস্থিত ছিলেন।

জানাযা শেষে মরহুমের লাশ তার নিজ বাড়ি হাজীগঞ্জ উপজেলা সুহিলপুর গ্রামের সুহিলপুর মাদ্রাসার মাঠে দ্বিতিয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আলহাজ্ব এম সুলতান ১৯৪৭ সালে ১ জুলাই চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আলী হাওলাদার। চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

মাওলানা এম সুলতান প্রায় অর্ধ শতাব্দীকাল পূর্ব থেকে বহুমুখী কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন হাঁসা ফাজিল মাদ্রাসা। আলোকিত করেছেন সমাজকে, দেশকে উপহার দিয়েছেন একঝাঁক কৃতী সন্তান। এম সুলতান আহমদ বাংলাদেশ মোদাররেছিন বোর্ডের একজন সদস্য ছিলেন।

চাঁদপুর টাইমস : এমআরআর/এসএইচ/২০১৫

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes