Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জের চান্দ্রায় ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
fardiganj agun
প্রতীকী ছবি

ফরিদগঞ্জের চান্দ্রায় ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (২৯ জুন) দিনগত রাত আড়াইটার দিকে ওই বাজারের পূর্ব গলিতে জহিরুল ইসলামের খাবারের হোটেল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে এসব দোকানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

চান্দ্রা বাজারের ব্যবসায়ী বারাকাত উল্লা চাঁদপুর টাইমসকে জানান, ‘অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে হোটেলের দুই পাশের দোকানগুলিতে আগুন লেগে যায়। এতে করে জহির উদ্দিনের ঢাকা হোটেল, কবির হোসেনের মুদি দোকান, রুহুল আমিনের মুরগির দোকান ও হাসানাতের টিনের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।’

খবর পেয়ে চাঁদপুর ফায়ার স্টেশন (উত্তর) একটি ইউনিট সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আ. হালিম শিকার চাঁদপুর টাইমসকে জানান, ‘ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন সঠিক বলা যাবে না। তবে সব কিছু পুড়ে গেছে।

স্পেশাল করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ৩০ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply