Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ওয়াপদা অফিস সংলগ্ন জাম গাছটি মরণ ফাঁদে পরিণত
ফরিদগঞ্জের ওয়াপদা অফিস সংলগ্ন জাম গাছটি মরণ ফাঁদে পরিণত

ওয়াপদা অফিস সংলগ্ন জাম গাছটি মরণ ফাঁদে পরিণত

ফরিদগঞ্জের ওয়াপদা অফিস সংলগ্ন জাম গাছটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।যে কোন মুহূর্তে গাছটি ভেঙে দেয়াল টপকে পড়তে পারে রাস্তায়। ঘটতে পারে সে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গাছটি ওয়াপদা অফিসের প্রাচীর ভেদ করে রাস্তায় হেলে পড়েছে। গত বছর ঝড়ের তান্ডবে গাছটে হেলে পড়ে রাস্তার উপর। গাছটি দেয়ালের প্রাচীর টপকে দিন দিনই রাস্তায় হেলে পড়ছে। পথচারীরা মনে করছেন গাছটি যে কোন মুহূর্তে রাস্তায় হেলে পড়লে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন, জিয়াউর রহমান জিয়া এক ব্যক্তি।

তিনি লিখেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে রাস্তার পাশে দেয়ালে কোন রকম আটকে আছে ফরিদগঞ্জ ওয়াপদা অফিসের এই জাম গাছটি প্রায় এক বছর। ফেঁটে গেছে দেয়াল ও। যে কোন মুহূর্তে চলাচলের রাস্তার উপর পড়ে যেতে পারে গাছটি।”

তিনি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া, তার লেখা পোস্টটি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হাই নজরে আনেন এবং তিনি বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এজন্য তিনি নাগরিক সাংবাদিকতার প্রশংসা ও করেন।

প্রতিবেদক- রিফাত কান্তি সেন
আপডেট, বাংলাদেশ সময় ২: ০৩ এএম, ১০ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply