Home / উপজেলা সংবাদ / ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রার্থীদের ফরম সংগ্রহ
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রার্থীদের ফরম সংগ্রহ

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রার্থীদের ফরম সংগ্রহ

‎Wednesday, ‎03 ‎June, ‎2015   02:37:46 PM

স্টাফ করেসপন্ডেন্ট :

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যনিবার্হী পরিষদের নির্বাচনের মনোনয়পত্র সংগ্রহের প্রথম দিনে ৭জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

৩ জুন মঙ্গলবার সকাল ১১ টায় উৎসবমুখর পরিবেশে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারীর কাছ থেকে প্রার্থীরা ফরম সংগ্রহ করেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক রহিম বাদশা উপস্থিত ছিলেন।

প্রথম দিনের মনোনায়ন সংগ্রহকারী ৭ প্রার্থীরা হলেন দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার কেএম মাসুদ, দৈনিক চাঁদপুরবার্তার মুহাম্মদ আলমগীর, দৈনিক চাঁদপুর সংবাদের সাবিত্রী রাণী ঘোষ, দৈনিক চাঁদপুর দিগন্তের মুসাদ্দেক আল আকিব, দৈনিক চাঁদপুর দর্পণের এমআর ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর জমিনের এমএম কামাল ও চাঁদপুর প্রতিদিনের আশিক বিন রহিম।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী ৬ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা হতে দুপুর ১২টা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা প্রদান করা যাবে। তবে প্রথম দিনে ৭ প্রার্থীর কেউ ফরম জমা দেয়ার খবর নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন।

এদিকে বুধবার ফরম সংগ্রহকারীদের মধ্যে কেএম মাসুদ সাধারণ সম্পাদক পদে, মুহাম্মদ আলমগীর সিনিয়র সহ-সভাপতি পদে, সাবিত্রী রাণী ঘোষ সভাপতি পদে, মুসাদ্দেক আল আকিব সভাপতি পদে, এমআর ইসলাম বাবু যুগ্ম সম্পাদক, এমএম কামাল সহ-সভাপতি ও আশিক বিন রহিম অর্থ সম্পাদক পদে নির্বাচনে লড়বেন বলে তাদের ঘনিষ্ঠনজনরা জানিয়েছেন।

এদিকে নির্বাচনকে ঘিরে শহরময় সংবাদপত্র, সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। পেশাজীবী সংগঠন হিসেবে ফটো জার্নালিস্ট কর্মীরা তৃণমূল পর্যায়ের পরিচিত মুখ হওয়ায় তাদের নিয়ে সর্বমহলে আগ্রহ লক্ষ্য করা গেছে। তবে এবারের নির্বাচনে ১০টি পদের বিপরীতে ৪৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে প্রধান নির্বাচন কমিশনার নিশ্চিত করেছেন।

আগামী ১৫ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পযর্ন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।