Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি
মতলবে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি

মতলবে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় প্রাণিসম্পদ সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পালিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কায়সার জামিলের সভাপতিত্বে ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব পৌর মেয়র আওলাদ হোসেন লিটন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার সেলিনা আক্তার, মতলব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম শেফা, খামারী মো. নুরুল ইসলাম।

এছাড়া প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এবারের প্রতিবাদ্য বিষয় ছিল “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ সবল মেধাবী জাতি”।

প্রতিবেদক-মাহফুজ মল্লিক
।। আপডটে,বাংলাদশে সময় ০৯ : ১৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ রোববার

এইউ

Leave a Reply