Home / চাঁদপুর / প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ফরিদগঞ্জের মেহেদী হাসান
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ফরিদগঞ্জের মেহেদী হাসান

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ফরিদগঞ্জের মেহেদী হাসান

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান মেহেদী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত “প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৪” লাভ করেছেন।

বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

২০১৩ ও ২০১৪ সালে যারা এই পদক অর্জন করেছেন তাদের অনুষ্ঠানিকভাবে মর্যাদাপূর্ণ স্বর্ণপদক ও সনদ প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, মাননীয় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীবর্গ, সচিব, ইউজিসির সাবেক চেয়ারম্যান, ইউজিসির বর্তমান ও সাবেক সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, স্বর্ণপদক প্রাপ্তদের অভিভাবক এবং ইউজিসির কর্মকর্তাবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দু’বছরে মোট ২২ শিক্ষার্থী এ পদক লাভ করেন। আরবী বিভাগের এ শিক্ষার্থী মেহেদী হাসান কলা অনুষদের ১৭টি বিভাগের মধ্যে ২০১৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ/ নম্বর অর্জন করায় তাকে এ পদকে ভূষিত করা হয়।
প্রসঙ্গত, মেহেদী হাসান ফরিদগঞ্জ ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়নের অলীয়ে কামিল মরহুম হযরত মাওলানা জয়নুল আবেদীর (রহঃ) (মানুরী হুজুর)-এর ছোট ছেলে মনোয়ারুল ইসলামের একমাত্র পুত্র।

এছাড়াও ধানুয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম কোব্বাদ খাঁ এর বড় কন্যা হাসিনা বেগমের একমাত্র পুত্র। তিনি ২০০৬ সালে স্বীয় দাদার প্রতিষ্ঠিত মানুরী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা থেকে দাখিল ও ২০০৮ সালে আলিমে গোল্ডেল এ+ পেয়ে পাশ করে ২০০৯-১০ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তি হন।

স্নাতকোত্তর শেষে তিনি এখন স্কলারশীপ পেয়ে উচ্চ শিক্ষার্থে ব্রুনাই দারুসসালামের সুলতান শরীফ আলী ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।

তিনি তাঁর এ সাফল্যের জন্য মা-বাবা, ভাই-বোন, শিক্ষকমণ্ডলী, বন্ধু-স্বজনসহ সকল হিতাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনপূর্বক তিনি সকলের দোয়া প্রার্থী।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১: ৩০ এএম, ৩ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply