Home / সারাদেশ / আমরা আশাবাদী প্রধানমন্ত্রী আগামিতে শান্তিত নোবেল পাবেন : রেলমন্ত্রী
Mujibul Rail Minister

আমরা আশাবাদী প্রধানমন্ত্রী আগামিতে শান্তিত নোবেল পাবেন : রেলমন্ত্রী

রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক বলেছেন, শেখ হাসিনার কারণে রোহিঙ্গারা আজ বাংলাদেশে আশ্রয় নিতে পারছে। তিনি রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে বাসস্থান ও খাবারের ব্যবস্থা করেছেন।

রোববার (৮ অক্টোবর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা নব-গঠিত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মোঃ মজিবুল হক এমপি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বরেন, ‘বাংলাদেশ আজ স্বাধীন। প্রধানমন্ত্রী বিশ্বের কাছে প্রশংসিত হয়েছেন। এ ধারা অব্যাহত থাকবে। শেখ হাসিনার এ উদ্যোগের জন্য বিশ্ববাসী তাকে অভিনন্দন জানিয়েছে। ইনশাআল্লাহ, আগামিতে তিনি শান্তিতে নোবেল প্রাইজ পাবেন বলে আমরা আশাবাদী।’

তিনি আরো বলেন, ‘১৯৭১ সালের পূর্বে বাংলাদেশ ছিল পরাধীন। পাকিস্তানিদের শোষণ নির্যাতনের প্রতিবাদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল। আর সেই দেশে প্রধানমন্ত্রী হচ্ছেন তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশের সকল সেক্টরে উন্নয়নের ধারাবাহিকতা বয়ে যাচ্ছে, তা বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত শুধু রোহিঙ্গাদের কথা মুখে বলে। তারা রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চায় না। মন্ত্রী শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি দিপন দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা আ’লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের প্রভাবশালী নেতা জিএম হোসেন মীরু, আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক চেয়ারম্যান শাহজালাল মজুমদার ও কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কুমিল্লা করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ০৭:০৩ পিএম, ০৮ অক্টোবর, ২০১৭ রোববার
ডিএইচ

Leave a Reply