Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে আলোচনা সভা
motlob-uttor

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ নভেম্বর উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে সরাসরি ভিডিও কনফারেন্সর মাধ্যমে কথা বলবেন। চট্টগ্রাম বিভাগের ৫ টি উপজেলা এ কনফারেন্সে অংশগ্রহন করবে। সেই সাথে মতলব উত্তর উপজেলাও অংশগ্রহণ করবে।
এ উপলেক্ষ মতলব উত্তর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সোমবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় প্রস্তুতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স একটি জনগুরুত্বপূর্ণ কর্মসূচী। এ কর্মসূচী বাস্তবায়ন করা লক্ষ্যে আমরা ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। তিনি আরো বলেন, প্রত্যেকটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে এ কার্যক্রম শতভাগ বাস্তবায়ন করতে বলা হয়েছে। উপজেলার কয়েকটি জনগুরুত্বপূর্ণ স্থানে মাল্টিমিডিয়া প্রজেক্টর বসানো হবে। দেশব্যাপি এ প্রথম লোকাল পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনগন প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন।
সভায় আরো উন্মুক্ত আলোচনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল কাইয়ুম মজুমদার, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, বাগানবাড়ি আইডিয়েল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সাংবাদিক শামছুজ্জামান ডলার প্রমূখ। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা, কাজী ইশরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদ উল্লা প্রধান, সাধারন সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রধান শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

খান মোহাম্মদ কামাল ।। আপডটে, বাংলাদশে সময় ৬ : ০০ এএম, ১৫ নভেম্বর ২০১৬, রোববার
এইউ

Leave a Reply