Home / সারাদেশ / প্রথম পর্যায়ে ২০ হাজার কবর মুক্তিযোদ্ধার সংরক্ষণ করা হবে
প্রথম পর্যায়ে ২০ হাজার কবর মুক্তিযোদ্ধার সংরক্ষণ করা হবে
নাসির কোট শহীদদের সমাধিস্থল

প্রথম পর্যায়ে ২০ হাজার কবর মুক্তিযোদ্ধার সংরক্ষণ করা হবে

সরকার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধাদের বিশাল ত্যাগের স্বীকৃতি হিসেবে সব শহীদ ও সাধারণ মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ করবে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সহকারী প্রধান মো. মোমিনুর রহমান জানান, সরকার দেশের এসব সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা দেখাতে প্রথম পর্যায়ে ২০ হাজার শহীদ ও সাধারণ মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণে ৩৪৮ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে।

তিনি বলেন, সারাদেশে পর্যায়ক্রমে সব মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ করা হবে। সরকার প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়েও ২০ হাজার শহীদ ও সাধারণ মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ করবে।

প্রথম পর্যায় বাস্তবায়নে একটি উন্নয়ন প্রকল্প রূপরেখা ইতোমধ্যে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এটি এখন অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, ২০১৯ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন কাজ সম্পন্ন হবে বলে ধারনা করা হচ্ছে। (সূত্র: বাসস)

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ০২: ১৭ পিএম, ২৭ মার্চ ২০১৭, সোমবার
এজি/ডিএইচ

Leave a Reply