Home / চাঁদপুর / চাঁদপুরে প্রজনন কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধন
চাঁদপুরে প্রজনন কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধন

চাঁদপুরে প্রজনন কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধন

চাঁদপুর সদরের প্রাণিসম্পদ অফিসরে বাস্তবায়নে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রুণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্প(৩য় পর্যায়)’র আওতায় মঙ্গলবার (১৬ মে) সকালে প্রাণি সম্পদ অফিসের মিলনায়তনে ৩ দিন ব্যাপি কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ব্যবস্থাপনা শীর্ষক খামারী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, চট্টগ্রাম বিভাগের প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক এএইচএম মনোয়ার হোসেন।

সদরে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সুবোধ দাসের সভাপতিত্বে ও ভেটেরীনারী সার্জন ডা.ফারহানা জাহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা.রেজাউল করিম।

প্রসঙ্গত, ৩ দিন ব্যাপি কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ব্যবস্থাপনা শীর্ষক খামারী প্রশিক্ষণে ৪০ জন খামারীদের প্রশিক্ষণ দেয়া হবে।

প্রতিবেদক : আনোরুল হক
আপডেট, বাংলাদেশ সময় ০৯ : ০২ পিএম, ১৬ মে ২০১৭, মঙ্গলবার
এইউ

Leave a Reply