Home / চাঁদপুর / ‘পেয়ারা খেয়ে’ চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫ শিক্ষার্থী হাসপাতালে
Chandpur General Hospital
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ফাইল ছবি

‘পেয়ারা খেয়ে’ চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫ শিক্ষার্থী হাসপাতালে

ফুটপাত থেকে কেনা ‘পেয়ারা খেয়ে’ চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করানো হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন, নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রী শারমিন (২১), রাশিদা (২০) হামিদা (২১) শারমিন (২০) জেসমিন (২০)।

অসুস্থদের সহপাঠি সাবিনা সুলতানা চাঁদপুর টাইমসকে জানান, শুক্রবার চাঁদপুর শহরের ফুটপাত থেকে কিছু কাঁচা পেয়ারা ক্রয় করে নেন। তার ৫ জন মিলে লবন-মরিচ দিয়ে সেগুলো খান। রাত থেকেই তরা বমি, পাতলা পায়খানা, জ্বরা ও কাশিতে আক্রান্ত হন। পরে শনিবার বিকেলে ক’জন সহপাঠী মিলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।’

হাসপতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল আবেদিন জানান, তারা কি কারণে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা যায়, লবন-মরিচ বেশি হওয়াতে অথবা গরমের তাপমাত্র বেশি থাকায় এ ধরনের অসুস্থতা দেখা দিয়েছে।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ৬ : ০০ পিএম, ১৯ আগস্ট ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply