Home / চাঁদপুর / ‘পুলিশের কাজে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন’
পুলিশের কাজে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন

‘পুলিশের কাজে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন’

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো.মিজানুর রহমান বলেছেন,‘ পুলিশের কাজে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। চাঁদপুরের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নেতৃত্বে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। আপনাদের সেবা দেয়ার জন্যই আমাদের এ সভার আয়োজন। আপনারা যেসব বিষয়গুলো তুলে ধরেছেন,সেগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা কিংবা কীভাবে তা’বাস্তবায়ন করা হবে সেটা সকলকেই খেয়াল রাখতে হবে। পুলিশের কাজে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।’

সোমবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় চাঁদপুর মডেল থানার সম্মেলন কক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন ,‘কমিউনিটি পুলিশিং আমাদের কাজে অনেক সহযোগিতা করছেন। অন্যান্য জেলার তুলনায় চাঁদপুরের কমিউনিটি পুলিশিং অনেক এগিয়ে আছে। সাধারণ মানুষ এবং আমাদের পুলিশের সকল হাতগুলো যদি একত্রিত হয়ে কাজ করতে পারি তা’হলে চাঁদপুরে আমরা মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে পারবো।’

তিনি বলেন,‘চাঁদপুরকে মাদকমুক্ত করতে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্তসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ড নির্মুল করতে আমাদের যা করণীয় আমরা তাই করবো। প্রতিমাসে চাঁদপুর মডেল থানায় যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হচ্ছে । মাদকমুক্ত সমাজ গড়তে প্রয়োজনে আমরা প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ডে এমন মাদক বিরোধী সভা করব।’

অতিরিক্ত পুলিশ সুপার মো.মিজানুর রহমান সমাজের প্রতিটি পাড়া ও মহল্লা থেকে মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং,জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল মো.আফজাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক মো.মাহাবুবুর রহমান মোল্লা,পুলিশ পরিদর্শক মো.হারুনুর রশিদ,জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সুফী খায়রুল ইসলাম খোকন,পৌর কমিউনিটি পুলিশিং সহ-সভাপতি মো.জামাল হোসেন,সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সেক্রেটারী ওমর ফারুক,পৌর-কাউন্সিলর শাহানাজ,ফরিদা ইলিয়াস,কল্যাণপুর ইউপি সভাপতি মোজাম্মেল হোসেন, পৌরসভা ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং অঞ্চলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের জনসাধারণ খোলামেলা বক্তব্য রাখেন।

প্রতিবেদক : মো. কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ১১ :৩২ পিএম,১ আগস্ট ২০১৭,মঙ্গলবার
এজি

Leave a Reply