Home / চাঁদপুর / ‘পুলিশের ওপর ভরসা রাখবেন, আইন নিজের হাতে তুলে নিবেন না’
sp samsunnahar chandpur
ফাইল ছবি

‘পুলিশের ওপর ভরসা রাখবেন, আইন নিজের হাতে তুলে নিবেন না’

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘সবাইকে মাদক জঙ্গিবাদ ও বাল্য বিবাহর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। যেকোন পরিস্থিতিতে আপনারা আমাদের (পুলিশের) ওপর ভরসা রাখবেন কখোনই আইন নিজের হাতে তুলে নিবেন না।আপনারা নিজেরা যদি ঐক্যবদ্ব থাকেন তাহলে অপরাধি যত বড়ই শক্তিশালী হোক না কেন মাথা তুলে দাঁড়াতে পারবে না।’

অন্ধকার জীবন থেকে আলোর জীবনে ফিরে আসার প্রত্যাশায় কমিউনিটি পুলিশিং অঞ্চল ৭-এর আয়োজনে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধকল্পে রোববার (২৩ জুলাই) বিকেল ৩ টায় চাঁদপুর শহরের যমুনা রোড এলাকার নদীর পাড়ের কান্দিতে গণ সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘আপনারা আপনাদের সন্তানদের প্রতি লক্ষ রাখবেন যে তারা কোথায় যাচ্ছে কি করছে এমনকি বাসায় ফিরে তাদের আচরণ কিরুপ সেদিকেও লক্ষ্য রাখতে হবে।কেননা নিজের ঘরের অশান্তি হচ্ছে সবচেয়ে বেদনা দায়ক।কাজেই আপনাদের অবশ্যই দায়িত্ব নিতে হবে।আর এসব অশান্তির একমাত্র কারণ হচ্ছ মাদক, বল্যবিবাহ। তাই আপনাদের অবশ্যই এসব সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

বাল্য বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অনেকের ধারণা মেয়েদের বেশি পড়াশুনা করিয়ে কি লাভ হবে কিন্তু আপনাদের বুঝতে হবে মেয়েরাও এখন ছেলেদের সাথে সর্বক্ষেএে দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে।কাজেই তাদেরকেও আমাদের গুরুত্ব দিতে হবে।সর্বোপরি আমাদের সকল কর্মকান্ড তখনই স্বার্থক হবে যখন সবাই মিলে তা বাস্তবায়নের প্রচেষ্টা চালাবো।’

তিনি এসময় আরো বলেন, পুলিশের একার পক্ষে সকল অপকর্মের মোকাবেলা করা সম্ভব না এজন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।

অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনের সভাপতিত্ব ও কমিউনিটি পুলিশিং অঋল ৫ এর সাধারন সম্পানূরুজ্জামান কালু,এলাকাবাসির পক্ষে আলমগীর হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিএ কোরআন তেলওয়াত করেন হাফেজ এরশাদ আলী।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ওসি(তদন্ত) মাহবুব মোল্লা,জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাধকক মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, শাহ আলম বেপারি, কমিউনিটি পুলিশিং অঞ্চল ৭-এর সাধারণ সম্পাদক সভাপতি রোটা: জামাল হোসেন,মডেল থানার সেকেন্ড অফিসার হরুনূর রশিদসহ কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ পিএম, ২৩ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply