Home / শিক্ষাঙ্গন / পিইসিতে ৯৮.৫২ শতাংশ : জেএসসিতে ৯২.৩৩

পিইসিতে ৯৮.৫২ শতাংশ : জেএসসিতে ৯২.৩৩

 

 

 

প্রাথমিক সমাপনীতে (পিইসি) এ বছর পাসের হার ৯৮.৫২ শতাংশ এবং জেএসসিতে পাসের হার ৯২.৩৩ শতাংশ।

 

আজ বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন স্ব স্ব বোর্ডের প্রধানরা। সকাল ১০টায় তারা এ ফলাফল হস্তান্তর করেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

 

এরপর বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক সমাপনীর ফলের বিস্তারিত তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।

 

বেলা দেড়টায় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসির ফল নিয়ে বিস্তারিত জানাবেন।

 

সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে ফল জানতে পারবে। প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ির ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://www.teletalk.com.bd) ) পাওয়া যাবে।

 

নিউজ ডেস্ক || আপডেট: ০১:০৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার

এমআরআর