Home / খেলাধুলা / পায়ের গোড়ালিতে ব্যাথা পেয়েছেন মাশরাফি
পায়ের গোড়ালিতে ব্যাথা পেয়েছেন মাশরাফি

পায়ের গোড়ালিতে ব্যাথা পেয়েছেন মাশরাফি

এই তো কিছুদিন আগে সেরে উঠলেন ডেঙ্গু জ্বর থেকে। পুরোপুরি সুস্থ না হলেও বাংলাদেশকে নেতৃত্ব দিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ে সিরিজ শেষে প্রস্তুতি নিচ্ছেন বিপিএলের জন্য। এরই মধ্যে দুঃসংবাদ—মাশরাফি বিন মুর্তজার চোট! সৌভাগ্যক্রমে চোটটা তেমন গুরুতর নয়।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসংলগ্ন একাডেমি মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে প্র্যাকটিস করছিলেন মাশরাফি। বিপিএলে তিনি কুমিল্লার অধিনায়ক, তাই দায়িত্বও বেশি। প্র্যাকটিস চলার সময়ই ডান গোড়ালিতে ব্যথা পান বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।

অবশ্য তেমন মারাত্মক চোট নয়। বিপিএলের শুরু থেকেই মাশরাফির খেলার সম্ভাবনা আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কথায় তেমনই ইঙ্গিত। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে মাশরাফির সঙ্গে কথা হলো। প্র্যাকটিসের সময় ডান গোড়ালিতে ব্যথা পেয়েছেন তিনি। তবে তেমন গুরুতর চোট নয়। আশা করি, বিপিএলে খেলতে সমস্যা হবে না।’

জিম্বাবুয়ে সিরিজ শেষে কয়েক দিন বিশ্রাম নিয়ে একটু দেরিতেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্র্যাকটিসে যোগ দিয়েছিলেন মাশরাফি। আর সেই প্র্যাকটিসেই কি না এমন বিপত্তি!

নিউজ ডেস্ক ।। আপডেট: ০৪:০০ পিএম, ২০ নভেম্বর ২০১৫, শুক্রবার
ডিএইচ