Home / সারাদেশ / সোমবার থেকে পাটজাত মোড়কের ব্যবহার বাস্তবায়নে অভিযান শুরু
সোমবার থেকে পাটজাত মোড়কের ব্যবহার বাস্তবায়নে অভিযান শুরু

সোমবার থেকে পাটজাত মোড়কের ব্যবহার বাস্তবায়নে অভিযান শুরু

পাটের ব্যবহার বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় সোমবার (১৫ মে ) থেকে সারাদেশে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু হচ্ছে । ৮ মে সচিবালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয় ।

জনগণের মধ্যে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিসহ এ অভিযান সফল করতে বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথেও আন্তঃমন্ত্রণালয় সভা এবং পাটজাত পণ্য প্রদর্শনী অব্যাহত রাখার নির্দেশ রয়েছে ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সোনালী আঁশ পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেয়ায় দেশে-বিদেশে পাটের ব্যবহার ক্রমেই বাড়ছে। সোনালী আঁশ পাটের উৎপাদন এবং এর বহুমুখী ব্যবহারকে উৎসাহিত ও জনপ্রিয় করতে ১৭টি পণ্যের পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ বিরোধী প্লাস্টিক-পলিথিনের ব্যবহার ও উৎপাদন বন্ধে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।

পাটের ব্যাগের পক্ষে পলিথিন ও প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করার লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় বলা হয়, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০-এ নির্ধারিত ১৭ টি পণ্য যেমন ধান, চাল, গম, ভূট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেয়াঁজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়া পরিবহণ ও সংরক্ষণে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সরকার এ আইন বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের সকল প্রকার সড়কপথ, জলপথ, স্থলবন্দর, মালামাল পরিবহণকারী যানবাহন, উৎপাদনকারী, প্যাকেটজাতকারী, আমদানিকারক-রপ্তানিকারক প্রতিষ্ঠানে এ বিশেষ অভিযান পরিচালনা করবে

স্বরাষ্ট্র, বন ও পরিবেশ, সড়ক ও সেতু পরিবহণ, নৌ-পরিবহণ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র‌্যাবের সহায়তায় এ অভিযান পরিচালিত হবে এবং নিয়মিতভাবে এ অভিযান চলতে থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। (বাসস)

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৩ : ১৫ পিএম, ১৩ মে ২০১৭,শনিবার
এজি

Leave a Reply