Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / পাঁচআনি উচ্চ বিদ্যালয়ে প্রযুক্তিতে পিছিয়ে শিক্ষার্থীরা
পাঁচআনি উচ্চ বিদ্যালয়ে প্রযুক্তিতে পিছিয়ে শিক্ষার্থীরা

পাঁচআনি উচ্চ বিদ্যালয়ে প্রযুক্তিতে পিছিয়ে শিক্ষার্থীরা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচআনি উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব ও কোন বিজ্ঞানাগার নেই। ফলে কম্পিউটার ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান বিষয়ে ভেঙ্গে পড়ছে ছাত্র/ছাত্রীরা।

ওই স্কুলের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী, খুব দ্রুত শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা।

বিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. সিরাজুল ইসলাম চাঁদপুর টাইমসকে বলেন, এই প্রতিষ্ঠানে সরকারিভাবে কোন ল্যাব স্থাপন করা হয়নি। বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব না থাকায় এসব বিষয়ে দিন দিন শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিানর ডিজিটাল দেশ গড়ার আহ্বানে আমরা সাড়া দিতে পারছি না। কারণ আমাদের প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব নেই। আমাদের স্কুলে একটি শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা খুবই জরুরি।

১০ম শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবা বলেন, ‘আমি ষষ্ঠ শ্রেণী থেকে এ স্কুলে লেখাপড়া করছি। বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব না থাকায় এই বিষয়ে অনেক পিছিয়ে পড়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃকপক্ষের নিকট একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করার দাবি জানাই।’

ছাত্র গোলাম রাব্বী জানান, ‘ল্যাব না থাকায় আমরা বিজ্ঞান বিষয়ে হাতে কলমের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা চাই দ্রুত, যেন একটি ল্যাব স্থাপন করা হয়।’

৯ম শ্রেণির ছাত্রী আফরিন আক্তার বলেন, ‘কম্পিউটার ও বিজ্ঞান সম্পর্কে হাতে কলমে শিক্ষা নিতে একটি ল্যাব জরুরি। কিন্তু আমাদের স্কুলে তা নেই। একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থানের জন্য আমরা সরকারের কাছে জোড় দাবী জানাই।

পাঁচআনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট এসএম মোহসিন চাঁদপুর টাইমসকে বলেন, ‘আমাদের বিগত দিনের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। কিন্তু শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থানের প্রথম তালিকা থেকে আমরা বাদ পড়েছি। তবে একটি ল্যাব স্থাপনের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরে জরুরি ভিত্তিতে আবেদন করতে প্রধান শিক্ষককে বলা হয়েছে। আমার বিশ্বাস আমাদের মন্ত্রী মহোদয়ের মাধ্যমে অচিরেই এ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করে এ স্কুলের ছেলে-মেয়েদেরকে কম্পিউটার ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান বিষয়ে হাতে কলমের শিক্ষা দেওয়ার সুযোগ করে দিবেন।’

উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম চাঁদপুর টাইমসকে বলেন, ‘প্রথম পর্যায়ে এই উপজেলায় ৬ টি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। বাকি স্কুলগুলোতেও সরকারের পক্ষ থেকে পর্যায়েক্রমে ল্যাব স্থাপনের ব্যবস্থা নেয়া হবে।’

প্রতিবেদককের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষা অফিসের পক্ষ থেকে পাঁচআনি উচ্চ বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে ল্যাব স্থাপনের জন্য চেষ্টা করা হবে।’
প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল

: আপডেট, বাংলাদেশ সময় ৫: ৩০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply