Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / পল্লী বিদ্যুৎ স্টাফকে গণধোলাই : ৩৫ জনের বিরুদ্ধে মামলা
motlob-uttor

পল্লী বিদ্যুৎ স্টাফকে গণধোলাই : ৩৫ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব উত্তর জোনাল অফিসের ৩ স্টাফকে গণধোলাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আলী আশরাফের (আশু মিয়া) ছেলে মনির হোসেন মিয়া, দুলু মিয়ার ছেলে মো. আরিফ মিয়া, ছিটু সরকারের ছেলে সোলেমান সরকার, নিশ্চিন্তপুর বাজারের ওষুধ ব্যবসায়ী কামাল হোসেন ও আরো অজ্ঞানামা’সহ মোট ৩৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

মামলার বাদী মতলব উত্তর জোনাল অফিসের এজিএম (কম) খালিদুজ্জামান বলেন, উল্লেখিতদে নেতৃত্বে মেসেঞ্জার দেলোয়ার হোসেন, জহিরুল ইসলাম ও অফিস সহকারি কামরুল ইসলামকে মারধর করা হয়। সরকারি কাজে বাঁধা প্রদান ও সরকারি কর্মচারীদের মারধর, এ ধরনের ঘটনা দু:খজনক।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুক বলেন, এজাহারভূক্ত ৪ জন ও অজ্ঞাতনামা’সহ মোট ৩৫ জনের বিরুদ্ধে শনিবার বিকেলে মামলা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, ‘আসামীরা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে পল্লী বিদ্যুতের তিন কর্মীকে লাঠি-সোটা দিয়ে মেরে রক্তাক্ত ও জখম করেছে। পাশাপাশি গাড়ি ও মাইক’সহ সরকারি জিনিসপত্র ভাংচুর করেছে।’

প্রসঙ্গত, গত শনিবার বকেয়া বিল পরিশোধের প্রচারণা করতে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ক’জন স্টাফ এ হামলার শিকার হয়।

খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সম ৮ : ২০ পিএম, ১২ জুন ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply