Home / শিক্ষাঙ্গন / চাঁদপুরে পরীক্ষা কেন্দ্রে একাই গেলেন শিক্ষামন্ত্রী
File photo
ফাইল ছবি

চাঁদপুরে পরীক্ষা কেন্দ্রে একাই গেলেন শিক্ষামন্ত্রী

চাঁদপুর শহরের পুরানবাজার ডিগ্রি কলেজ কেন্দ্র শনিবার বেলা সাড়ে ১১ টায় আকস্মিক এইচএসসি পরীক্ষা পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদার মন্ত্রীর সাথে চাঁদপুরের জেলা প্রশাসকসহ অন্যান্যদের কেন্দ্রে যাওয়ার ব্যাপারে বারবার তোষামদ করলে রীতিমত মন্ত্রী রেগে যান ।

এ সময় মন্ত্রী অধ্যক্ষকে বলেন,‘আপনি এ কলেজের অধ্যক্ষ হওয়ার যোগ্য নন,আপনাকে এখান থেকে সরিয়ে দেয়া উচিত। এ কথা বলার পর মন্ত্রী তাঁর সাথে থাকা চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু মনি,চাঁদপুরের জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডলসহ দলীয় ক’জন নেতার কাউকেই পরীক্ষা কেন্দ্রে নেন নি। এমনকি স্থানীয় কোনো সাংবাদকর্মীকেও প্রবেশ করতে দেন নি।’

শুধুমাত্র ঢাকা থেকে সঙ্গে আসা চ্যানেল আইয়ের একজন ক্যামেরাম্যানসহ ওই কেন্দ্রের ক’টি কক্ষ পরিদর্শন করেন।


আপডেট, বাংলাদেশ সময় ৬:২৫ পিএম, ৮ এপ্রিল ২০১৭,শনিবার
এজি

Leave a Reply