Home / বিনোদন / পদত্যাগ করলেন ‘ফাটাকেষ্ট’ মিঠুন চক্রবর্তী
পদত্যাগ করলেন ‘ফাটাকেষ্ট’ মিঠুন চক্রবর্তী

পদত্যাগ করলেন ‘ফাটাকেষ্ট’ মিঠুন চক্রবর্তী

ভারতীয় রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন তৃণমূল এমপি মিঠুন চক্রবর্তী। সোমবার তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। পদত্যাগের জন্য অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর হাতে গোনা কয়েকদিন রাজ্যসভায় গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। পরে অর্থলগ্নি সংস্থার অনিয়ম নিয়ে তদন্তের সূত্রে সিবিআই জিজ্ঞাসাবাদ করার পর কার্যত আর যাননি তিনি।

দফায় দফায় আবেদন পাঠিয়ে ছুটি নিয়েছেন। তা ছাড়া অসুস্থও হয়ে পড়েন। এবার পাকাপাকি ভাবে রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন ‘ফাটাকেষ্ট’।

জল্পনা ছিল এই সপ্তাহের শেষ দিকে পার্লামেন্টে গিয়ে পদত্যাগ পত্র দিতে পারেন তিনি। কিন্তু একেবারে সপ্তাহের শুরুতেই তিনি পদত্যাগ পত্র দিয়ে দিলেন।

তৃণমূল সূত্রে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েই সিদ্ধান্ত নিয়েছেন মিঠুন। রাজ্যসভায় তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ২০২০ সালের এপ্রিলে।

দলের সঙ্গে বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম জড়ানোর পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে মিঠুন চক্রবর্তী। তাতে তাঁর নামও জড়িয়ে যায়। (আনন্দবাজার)

নিউজ ডেস্ক ।। আপডটে,বাংলাদশে সময় ৯ : ০০ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply