Home / শীর্ষ সংবাদ / কিশোরের বেপরোয়া মোটর সাইকেল : দুর্ঘটনায় নিহত ২
কিশোরের বেপরোয়া মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ২
মতলব-বাবুরহাট সড়কে মোটরসাইকেঃল দুর্ঘটনায় নিহত পথচারী ও পত্রিকার বিক্রেতার ছেলে হৃদয় (উপরে)।

কিশোরের বেপরোয়া মোটর সাইকেল : দুর্ঘটনায় নিহত ২

চাঁদপুরের মতলব-বাবুরহাট সড়কে ডাকঘর এলাকায় বুধবার (১৯ জানুয়ারি) রাতে তিন জন আরোহী অবস্থায় কিশোরের বেপরোয়া মোটরসাইকেলে পৃষ্ট হয়ে পথচারীসহ দু’জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, পথচারী হামিদ ফকির (৮০) ও উপজেলার ঢাকিরগাঁও গ্রামের রফিকুল ইসলাম সরকারের ছেলে মোটরসাইকেল আরোহী হৃদয় (১৫)।

মোটরসাইকেল চালকসহ অপর আরোহী গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন একই এলাকার আনোয়ার হোসেন মিস্ত্রির ছেলে শান্ত (১৬) ও আবুল হোসেনের ছেলে রাতুল (১৭)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকিরগাঁও কাজলী হলের সামনে থেকে বুধবার সন্ধ্যায় একটি মটরসাইকেলে (চাঁদপুর-ল-১১-১৫৭৬) রাতুলসহ তার সহপাঠী ২ জন বাবুরহাটের উদ্দেশ্যে রওনা হয়।

ডাকঘর এলাকায় মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হামিদ ফকিরকে পৃষ্ট করলে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

মোটরসাইকেলে থাকা তিন কিশোরকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত চাঁদপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।

ঢাকা নেয়ার পথে আরোহীদের একজন হৃদয় (১৫) রাত ১১টার দিকে মারা যান।

এদিকে খবর পেয়ে মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) তপন চন্দ্র দাস ও সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনায় কবলিত মটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এ দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে।

মাহফুজ মল্লিক
।। আপডটে, বাংলাদশে সময় ১ : ০০ এএম, ১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply