Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / নিবন্ধিত মৎস্য জীবিদের মাঝে সেলাই মেশিন বিতরণ
Motlob Dokkhin
প্রতীকী

নিবন্ধিত মৎস্য জীবিদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাহফুজ মল্লিক ঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৪০ জন মৎস্যজীবিকে বিকল্প কর্মসংস্থানের উপকরন হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আক্তার রুমার পরিচালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মৎস্য বিভাগীয় কার্যালয় কুমিল্লা অঞ্চলের সম্প্রসারন কর্মকর্তা লীলাবতি চৌধুরী, মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আক্তার রুমা, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন। উপজেলা মৎস্য অফিস জানান, বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ৪০ জন মৎস্যজীবিকে বিকল্প কর্মসংস্থানের উপকরন হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয়।

তারমধ্যে মতলব পৌরসভার ৪ জন, খাদেরগাঁও ইউনিয়নের ৬ জন, উপাদী উত্তর ইউনিয়নের ৭ জন নারায়নপুর ইউনিয়নের ৮জন, উপাদী দক্ষিণ ইউনিয়নের ৭ জন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৪ জন, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৪ জন।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: : আপডেট, বাংলাদেশ ৬: ০৩ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply