Home / খেলাধুলা / নরেন্দ্রপুর ক্রিকেট ব্যাট তৈরীরর জন্য বিখ্যাত একটি গ্রাম
নরেন্দ্রপুর ক্রিকেট ব্যাট তৈরীরর জন্য বিখ্যাত একটি গ্রাম

নরেন্দ্রপুর ক্রিকেট ব্যাট তৈরীরর জন্য বিখ্যাত একটি গ্রাম

বাংলাদেশের ক্রিকেট ব্যাটের সিংহভাগই আসে যশোরের নরেন্দ্রপুর গ্রাম থেকে।

একসময় দেশের বাইরে থেকে এসব ব্যাট আমদানি করতে হতো এবং বাজারটি ছিল বিদেশি ব্যাটের দখলে।

কিন্তু গত এক দশকে এই পরিস্থিতি পাল্টে দিয়েছে নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দারা।

এই ব্যবসা করেই ঘুরে গেছে সেখানকার অনেক বাসিন্দার জীবন।

নরেন্দ্রপুরের তৈরি ক্রিকেট ব্যাট দিয়ে অবশ্য পেশাদার বা আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় না। এসব ব্যাট মূলত টেনিস বল বা টেপ দিয়ে মোড়ানো বল দিয়ে ক্রিকেট খেলারই উপযোগী।

এসব ব্যাট দিয়ে ক্রিকেট খেলা হয় শহরের গলি-মাঠ থেকে শুরু করে – ফসল কাটার পর ধানেেত পর্যন্ত ।

কিন্তু ভবিষ্যতের পেশাদার ক্রিকেটারদের অনেকেই হয়তো অল্পবয়সে তাদের ক্রিকেট খেলা শুরু করেছেন এ ধরণের ব্যাট দিয়েই।

নরেন্দ্রপুর গ্রামের তরিকুল ইসলাম এক সময় যশোর শহরে কাঠের আসবাবপত্র বানানোর ব্যবসা করতেন। তা ছেড়ে দিরয় এখন তিনি বানাচ্ছেন ক্রিকেট ব্যাট।

গ্রামের বাড়িতেই এখন তার ব্যাট তৈরির কারখানা। বাংলাদেশের সব জায়গাতেই বিক্রি হচ্ছে তার ব্যাট।

নরেন্দ্রপুরের মিস্ত্রীপাড়ার ব্যাট-নির্মাতা পরিবারগুলোর নারীপুরুষ সবাই জড়িত এই কাজের সাথে।

ফাতেমা বেগম সংসার চালান ব্যাট বিক্রি করেই। পারিবারিক এ উদ্যোগে কাজ করছেন তার স্বামী এবং শ্বশুর-শাশুড়িও।

মিস্ত্রীপাড়ার সুজিত বিশ্বাস বলছিলেন, বাংলাদেশ ক্রিকেট দল কেমন খেলছে তার ওপরও তাদের ব্যাটের ব্যবসা নির্ভর করে।

বাংলাদেশ কোন আন্তর্জাতিক ম্যাচে জিতলেই আমাদের ব্যাটের বিক্রি বেড়ে যায – বলছিলেন মি. বিশ্বাস।

সূত্র : বিবিসি