Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / নকল সরবরাহের দায়ে শিক্ষক বহিষ্কার
motlob-uttor

নকল সরবরাহের দায়ে শিক্ষক বহিষ্কার

চাঁদপুর মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ইংরেজি ২য় পত্র বিষয়ে পরীক্ষা চলাকালীন সময় নকল সরবরাহের অভিযোগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সেলিম মিয়া নামে এক শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

ওই শিক্ষক দাঊদকান্দি উপজেলার মোল্লাকান্দি কলেজের খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত।

জানা যায়, বৃহস্পতিবার (৬ এপ্রিল) উপজেলার নিশ্চিন্তপুর কেন্দ্রে পরীক্ষা চলাকালীন পরিদর্শনে যান সহকারি কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন।

এসময় তিনি পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শনকালে একটি কক্ষে নকলের কপি দেখতে পান। এরপর পর্যবেক্ষক শিক্ষককে জিজ্ঞাসাবাদে শিক্ষক সেলিম মিয়া কর্তৃক নকল সরবরাহের কথা স্বীকার করেন।

সহকারি কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন, নকল সরবরাহের সাথে জড়িত পাওয়ায় তাকে বহিস্কারের নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রতিবেদক-খাঁন মোহাম্মদ কামাল
আপডেট, বাংলাদেশ সময় ১২ : ০৩ এমএম, ৭ এপ্রিল ২০১৭, শুক্রবার
এইউ

Leave a Reply