Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘ফরিদগঞ্জ থানা ন্যাশনাল সার্ভিস ট্রেনিংয়ের আওতায় আসবে’
Faridgonj

‘ফরিদগঞ্জ থানা ন্যাশনাল সার্ভিস ট্রেনিংয়ের আওতায় আসবে’

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সাংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভুইয়া বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার অনুগ্রহে সহসাই ফরিদগঞ্জ থানা ন্যাশনাল সার্ভিস ট্রেনিং এর আওতায় আসবে। যাতে করে ফরিদগঞ্জের শিক্ষিত বেকারদের শতভাগ চাকরি দেয়া সম্ভব হবে। আমরা দেয়ার রাজনীতি করি, পাওয়ার রাজনীতি করি না।;

মঙ্গলবার (২৫ অক্টোবর) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এখলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাটওয়ারী স্বরণে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু তাঁর জীবদ্দশায় যে সকল কাজ সম্পন্ন করতে পারেননি, জননেত্রী শেখ হাসিনা আজ সে সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করছেন। গ্রামে গ্রামে বিদ্যুৎ দিচ্ছেন। যে সকল গ্রামে বিদ্যুৎ নেই, অচিরেই সেই গ্রামগুলো বিদ্যুতর আওতায় আসবে।’

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, মহিলা ভাইস চেয়ারম্যান রীনা নাসরিন, উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটু, ৯নং ইউনিয়নের চেয়ারম্যান সোহেল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালা পাটওয়ারী। ১১ নং ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. তাফাজ্জল হোসেন বাচ্চু প্রমুখ।

ফরিদগঞ্জ থেকে আতাউর রহমান সোহাগ : আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ এএম, ২৬ অক্টোবর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply