Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / দৈনিক ইলশেপাড়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মতলবে ইফতার মাহফিল
দৈনিক ইলশেপাড়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মতলবে ইফতার মাহফিল

দৈনিক ইলশেপাড়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মতলবে ইফতার মাহফিল

মতলব দক্ষিণ ব্যুরোর আয়োজনে মতলব প্রেসক্লাবে ইলশেপাড় পত্রিকার পত্রিকার একযুগ পদার্পণে সোমবার (৫ জুন) আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

বক্তব্যে তিনি বলেন, সংবাদ প্রকাশে ইলশেপাড় পত্রিকাটি পাঠক প্রিয়তা অর্জন করেছে। পত্রিকাটি হাটি হাটি পা পা করে প্রত্যন্ত অঞ্চলের সমস্যা ও উন্নয়নমূলক সংবাদ প্রকাশ করে আজ এক যুগে পদার্পন করেছে। এ উপলক্ষ্যে পত্রিকার কলাকৌশলীসহ সকলকে জানাই অন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা: গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও রিপোটার্স ইউনিটির সভাপতি গোলাম হায়দার মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা: শ্যামল চন্দ্র দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংকের ব্যবস্থাপক শাহজালাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাদল নন্দী, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিমাই ঘোষ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রিয়াদুল আলম রিয়াদ, জাতীয় সাংবাদিক সোসাইটির মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইলশেপাড় পত্রিকার মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্য রোটা: মাহফুজ মল্লিক।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মোর্শেদ আলম সিরাজী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন আইসিডিডিআর,বির ফিল্ড কর্মকর্তা সাদেকুজ্জামান কাঞ্চন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুজ্জামান চৌধুরী, শ্রমবিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, মতলব হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি লোকমান হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক উত্তম কুমার ঘোষ, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি শফিক মল্লিক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর কণ্ঠের নারায়ণপুর প্রতিনিধি আরিফ বিল্লা, ইলশে পাড়ের নারায়ণপুর প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোবহান ফারুক, সদস্য শিব শংকর দাস, ইব্রাহিম খান জুয়েল, স্ট্যান্ডার্ড এডুকেয়ারের শিক্ষক আশ্রাফুল জাহান শাওলিন, ভাঙ্গারপাড় মাদ্রাসার মোহতামিম পীরজাদা আফসার উদ্দিন, সিএনজি ড্রাইভার কল্যান সমিতিরি সভাপতি শাহপরান মিয়াজীসহ সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ।

পরে কেক কেটে ইলশেপাড়ে একযুগ পদার্পণ উৎসব পালন করা হয়।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ পিএম, ৫ জুন ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply