Home / জাতীয় / ৩০ লাখ ৮ হাজার মোটর যান : ১২৭৮ কোটি টাকা রাজস্ব আদায়
Janzot chadpur

৩০ লাখ ৮ হাজার মোটর যান : ১২৭৮ কোটি টাকা রাজস্ব আদায়

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘ দেশে ৩০ লাখ ৮ হাজার ২শ ৫৭টি মোটর যান রয়েছে।’

বুধবার (৩১ মে) সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোটর যানগুলোর মধ্যে ৩৯ হাজার ৯শ’ ৪৫টি বাস, ২৭ হাজার ১শ’১৮টি মিনিবাস, ১ লাখ ১৯ হাজার ৮শ’৪টি ট্রাক, লড়ী ৪ হাজার ৬ শ’৬৪টি এবং প্রাইভেট কার ৩ লাখ ১০ হাজার ৮ শ’২১টি।

এ খাত থেকে ২০১৬-১৭ অর্থবছরের ২০১৭ সালের ২০ মে পর্যন্ত ১ হাজার ২শ’৭৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তিনি আরোও বলেন,২০১৩-১৪ অর্থবছরে ৯৫২ কোটি টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ১ হাজার ৬২ কোটি টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৬১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০১৬ সালে ২ হাজার ৫ শ’৬৬টি সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৪ শ’ ৬৩ জন মৃত্যুবরণ করেছে ও ২ হাজার ১শ’৩৪ জন আহত হয়েছে।

তিনি একই পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সালে ৩ হাজার ৩ শ’ ৮১টি সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৯ শ’৫৮ জন মৃত্যুবরণ করেন ও ২ হাজার ৬শ’৮৬ জন আহত হয়েছে। ( বাসস )

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৪: ৩৫ পিএম, ৩১ মে ২০১৭, বুধবার
এজি

Leave a Reply