Home / জাতীয় / দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী ১৪ লাখ : শূন্য ৩ লাখ ২৮ হাজার
Jobs women

দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী ১৪ লাখ : শূন্য ৩ লাখ ২৮ হাজার

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে জানিয়েছেন, দেশে বর্তমানে ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন সরকারী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যার মধ্যে ১ম-৯ম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণির পদ রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৮শ’১৯টি।

মঙ্গলবার (১৩ জুন ) লক্ষ্মীপুর-১ আসনের এমপি এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া হিসাব অনুযায়ী, গ্রেড-১ এ ৩৩৫, গ্রেড-২’এ ২,৩২৪টি, গ্রেড-৩’এ ৪,৬৭৭, গ্রেড-৪’এ ৮,১৩৪, গ্রেড-৫’এ ১৫,৭৯৪, গ্রেড-৬’এ ৩৩,৪১১, গ্রেড-৭’এ ৫,৪৯৪, গ্রেড-৮’এ ৪,৬৭৩ এবং গ্রেড-৯ম এ রয়েছে ৭৩,৮৭৬ জন। ফিক্সড বেতনে ১০১ জন কর্মকর্তা রয়েছেন। এছাড়া জনপ্রশাসনে বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগকৃত কর্মকর্তার সংখ্যা ২শ’৬৫ জন।

চট্টগ্রাম-৩ আসনের এমপি মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে দেশে ৩ লাখ ২৮ হাজার ৩শ ১১টি শূন্য পদ রয়েছে। এসব শূন্য পদে লোক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। (নয়া দিগন্ত )

Leave a Reply