Home / চাঁদপুর / দেশের বিভিন্ন স্থানে বন্যা : চাঁদপুর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা
দেশের বিভিন্ন স্থানে বন্যা : চাঁদপুর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

দেশের বিভিন্ন স্থানে বন্যা : চাঁদপুর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

সারাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দিনাজপুর ও কুড়িগ্রামে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্যা প্রাদুর্ভাবে মারাগেছে অন্তত ২০ জন।

এ প্রেক্ষিতে নদী সিকিস্তি জেলা হিসেবে চাঁদপুরে বন্যার আশংকা হিসেবে চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা সোমবার (১৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের বাংলোতে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে গত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আয়শা আক্তার। বক্তব্য রাখেন চাঁদপুর সিভিল সার্জন মতিউর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, সদর উপজেলা নির্বাহী সকর্মকতা কানিজ ফাতেমা, প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। ওইসব স্থানের পানি নেমে যাওয়ার সাথে সাথে চাঁদপুর মারাত্মক বন্যা দেখা দিতে পারে। এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। পর্যাপ্ত শুকনো খাবার, ঔষদ, বিশুদ্ধ পানি এবং আশ্রয়ন প্রকল্প প্রস্তুত রাখতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে প্রস্তুত থাকতে হবে। বন্যা পরবর্তী নদী ভাঙন তীব্র হতে পারে। সরকারের সকল বিভাগসহ স্থানীয় জনপ্রতিনিধিদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।’

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ২: ১০ পিএম, ১৪ আগস্ট ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply