Home / খেলাধুলা / ‘দুটি ক্যাচের মূল্য দিতে হয়েছে’
দুটি ক্যাচের মূল্য দিতে হয়েছে
তামিম ফাইল ছবি

‘দুটি ক্যাচের মূল্য দিতে হয়েছে’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে দারুণ লড়াই করে শেষ বলে হেরে গেছে চট্টগ্রাম ভাইকিংস। তবে ম্যাচের পর্যায়ে দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রামের হাতে। তারপরও হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ম্যাচে দুটি সহজ ক্যাচ ছেড়েছেন আসিফ আহমেদ রাতুল। এই দুই ক্যাচ মিসেই দল হেরেছে বলে জানান ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে তামিম বলেন, `আমরা ম্যাচটা জিততে পারতাম, আসলে বোলার কিছুই নাই। আমাদের আরও ২০টা রান বেশি হওয়ার দরকার ছিল। আমাদের দুটি ক্যাচের মুল্য দিতে হয়েছে। তবে এটা খেলারই অংশ।`

তবে নিজের খেলোয়াড়দের উপর অভিযোগ নেই তামিমের। এ নিয়ে আরও বলেন, `আমার কোন খেলোয়াড়ের উপর অভিযোগ নেই। সবাই ভালো খেলেছে। আমির খুবই দুর্দান্ত বল করেছে। তাসকিন, শফিউল ভালো বল করেছে। আর রাতুল আমাদের সেরা ফিল্ডারের একজন। আগামী খেলায়ও ও একই জায়গায় ফিল্ডিং করবে। এটা আসলে দুর্ভাগ্য। ম্যানে নিতে হবে।`

২৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর মিসবাহর ইনিংসটাকে কার্যকরী মনে করছেন তামিম। অপরদিকে নিজেদের ব্যাটিং নিয়ে আরও কাজ করার কথা জানালেন তিনি। তার মতে এই ম্যাচে তাদের আরও বেশি রান করা উচিত ছিল। অভিজ্ঞতার অভাবেই এমনটা হয়েছে বলে জানান চট্টগ্রাম অধিনায়ক।

নিউজ ডেস্ক ।। আপডেট: ০৪:৫৭ এএম, ২৩ নভেম্বর ২০১৫, সোমবার

ডিএইচ