Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের কৃতি সন্তান মোজাহিদ মুরসালিন দীপুর দাফন সম্পন্ন
মতলবের কৃতি সন্তান মোজাহিদ মুরসালিন দীপুর দাফন সম্পন্ন

মতলবের কৃতি সন্তান মোজাহিদ মুরসালিন দীপুর দাফন সম্পন্ন

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও শহিদ উল্লাহ হলের ছাত্রদলের সাবেক সভাপতি মোজাহিদ মুরসালিন দীপু মঙ্গলবার (২ মে) ভোর সাড়ে ৪টায় ঢাকা ধানমন্ডি একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না…. রাজেউন)।

মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, গুনীগ্রাহী এবং বন্ধুবান্ধব রেখে গেছেন।

সে সোনালী ব্যাংক মতলব শাখার সাবেক ম্যানেজার মরহুম আব্দুর রব মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ী মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারায়। মঙ্গলবার বাদ যোহর মতলবগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন, মতলব বাজার শাহী মসজিদের খতিব আলহাজ্জ্ব হযরত মাওলানা কবির আহমেদ।

জানাযার পূর্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান হোসেন মিলনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন কবির প্রধান, মতলব পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির নেতা এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলাম সাগর, জাতীয় পার্টির নেতা আবুল কালাম মিয়াজী, মো. কাইয়ুম খান, মতলব ডিগ্রি কলেজের অধ্যাপক মো. জাকির হোসেন।

জানাযা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ্ব ড. মো. জালাল উদ্দিনের পক্ষে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা, মতলব পৌর বিএনপি যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এছাড়া মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বিকেল ৫টায় মরহুমের ২য় নামাজের জানাযা কাচিয়ারা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে মতলবের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও শহিদ উল্লাহ হলের ছাত্রদলের সাবেক সভাপতি মোজাহিদ মুরসালিন দীপুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ্ব ড. মো. জালাল উদ্দিন। মতলব পৌরসভার সাবকে মেয়র ও জেলা বিএনপির নেতা এনামুল হক বাদল। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিরান হোসেন মিয়াজীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক জানানান, উপজেলা বিএনপির সভাপতি এমদাদ হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক এমরান হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ভূইয়া। মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সিনিয়র সহ সভাপতি ভিপি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ডা. শোয়েব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান।

তাঁরা সবাই মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ২১ পিএম, ২ মে ২০১৭, মঙ্গলবার
এইউ

Leave a Reply