Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজীগঞ্জে দিনব্যাপি কর্মসূচি
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজীগঞ্জে দিনব্যাপি কর্মসূচি

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজীগঞ্জে দিনব্যাপি কর্মসূচি

চাঁদপুরের হাজীগঞ্জ শহর যুবলীগের উদ্যোগে দিনব্যাপি কর্মসৃচির মধ্যে দিয়ে ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো, শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দিনব্যাপি কোরান খতম, বিকাল ৫টায় বণার্ঢ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

হাজীগঞ্জ বাজার বণার্ঢ র‌্যালী শেষে যুবলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন শহর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সূজন ও সঞ্চলনা করেন যুগ্ন-আহবায়ক জাহিদুর রহমান জাহিদ।

সভার প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ কে এম ফজলুল হক।

এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ পূণর্গঠনসহ ইতিহাস অর্পিত সকল দায়িত্ব অত্যান্ত নিষ্ঠা ও সততার সাথে পালন করে আসছে যুবলীগ। ১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ইতিহাসের এই জঘন্যতম হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য যুবলীগ প্রাণপণ চেষ্টা চালায়। গণতন্ত্রের মানসকন্যা, গণতান্ত্রিক রাজনীতির ধ্রবতারা, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বে পরিচালিত গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগ অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে।

এতে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ শহর আওয়ামা লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব অরুন, জেলা যুবলীগের সদস্য গাজী বিল্লাল, সোহাগ আহমেদ মাইনু, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়া, শহর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান শহর যুবলীগের সদস্য শুকুর আলম শুভ, শহর যুবলীগের যুগ্ন-আহবায়ক কাজী গোলাম সারোয়ার দিদার, আবু সুফিয়ান মজুমদার, কাজী জাকির হোসেন, মহিবুর রহমান খোকন, জসিম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারন সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী, শহর ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন সোহেল, সাধারন সম্পাদক মেহেদী হাছান রাব্বী, শহর যুবলীগের সদস্য ইকবাল হোসেন মজুমদার, মেহেদী আল জাবের, শরীফুল ইসলাম মজুমদার, সরওয়ার হোসেন রনি, হাছান গাজী, কাজী আবু বকর খোকন, আরিফুল ইসলাম কাজী, ফজলুল হক, আলমগীর হোসেন গাজী, ফজলুল হক, শহর ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল আলম বেপারী, সাংগঠনিক সম্পাদক সৌরভ ওয়াজেদ তাজ, ধর্ম বিষয়ক সম্পাদক মহিনসহ শহর যুবলীগের ১২টি ইউনিটের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজীগঞ্জে দিনব্যাপি কর্মসূচি

About The Author

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ

Leave a Reply