Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / তথ্যপ্রযুক্তি আইনে মতলব উত্তরে মসজিদের ইমাম আটক
তথ্যপ্রযুক্তি আইনে মতলব উত্তরে মসজিদের ইমাম আটক

তথ্যপ্রযুক্তি আইনে মতলব উত্তরে মসজিদের ইমাম আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে কটুক্তি করার অভিযোগে আইসিটি আইনে চাঁদপুরের মতলব উত্তরে এমএসএইচ নুরুল হুদা নামের সমসজিদের ইমামকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট )রাত সাড়ে ৯টার সময় তার গ্রামের বাড়ি মতলব উত্তরে ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি এলাকা থেকে থানার এসআই মো. কামাল হোসেন তাকে আটক করে।

মতলব উত্তরের ওসি মো. আলমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে জানান, ‘আটক আসামী নবরুকান্দি মসজিদের ইমাম নুরুল হুদা তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে অসামাজিকও মিথ্যে সংবাদ প্রকাশ করে। ’

‘এ বিষয়ে ফতেপুর পশ্চিম ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুক্রবার (১৪ অক্টোবর) রাতে মামলা করলে ইমামের নিজস্ব যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডিতে তদন্ত করে প্রধানমন্ত্রী সর্ম্পকে অসামাজিক ও অসত্য সংবাদ প্রকাশের সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।’

তার বিরুদ্ধে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা হয়েছে। আটক আসামী ইমামকে শনিবার (১৫ অক্টোবর) সকালে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে ও মামলাটি তদন্তাধীন রয়েছে।

খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ পিএম, ১৪ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply