Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সাচার উবিতে ভিত্তি প্রস্তর স্থাপন
কচুয়ায় সাচার উবিতে ভিত্তি প্রস্তর স্থাপন

কচুয়ায় সাচার উবিতে ভিত্তি প্রস্তর স্থাপন

চাঁদপুর কচুয়ায় ঐতিহ্যবাহী সাচার উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান দ্বিতল একাডেমিক ভবনের উপরে ২য় ও ৩য় তলার উর্ধ্বমূখী সম্প্রসারন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

শনিবার(২২ সেপেটম্বর) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন।

প্রধান অতিধি তারঁ বক্তব্যে বলেন,‘আওয়ামী লীগ সরকার শিক্ষা ক্ষেত্রে সবোর্চ্ছ অগ্রাধিকার দিয়েছে। সাচার উচ্চ বিদ্যালয় সুশিক্ষা বিস্তারে আরো অনেক দূর এগিয়ে যাবে।’

উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,ইপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহীদ, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা, সাচার ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. শাহজালাল প্রধান জালাল, সাংগঠনিক সম্পাদক সেলিম কবীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম খলিল বাদল ও সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ প্রমুখ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
২২ সেপেটম্বর,২০১৮

Leave a Reply