Home / আন্তর্জাতিক / ডেটল সাবান নিম্নমানের : এফডিএ
ডেটল সাবান নিম্নমানের : এফডিএ

ডেটল সাবান নিম্নমানের : এফডিএ

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তরপ্রদেশ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ডেটল সাবানের নমুনা পরীক্ষা করে বলেছে, ডেটল সাবান নিম্নমানের। এফডিএ এক প্রতিবেদনে বলেছে, ডেটল সাবানের মোড়কে ওজন লেখা রয়েছে ১২৫ গ্রাম। কিন্তু বাস্তবে ওজন ১১৭.০৪৭০ গ্রাম।

এদিকে, সাবান প্রস্তুতকারী কোম্পানি আরবি জানিয়েছে, তারা ডেটল সাবানের কম ওজনের বিষয়টি নিয়ে তদন্ত করবে। এ ব্যাপারে উত্তরপ্রদেশের এফডিএ-র সঙ্গে সবধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছে আরবি।

কোম্পানিটি আরো দাবি করে, সাবানের মান নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। অভিযোগ উঠেছে ওজন নিয়ে।

কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, এ ব্যাপারে এফডিএ-র সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করবে। তিনি বলেন, প্যাকেটবন্দী পণ্য সংক্রান্ত নির্দেশিকা অনুসারে, মোড়কে যে ওজন দেওয়া থাকে তা প্যাকেজিং করার সময় নেওয়া হয়। কিন্তু পরিবহণের সময় সাবানের জলীয় অংশ শুকিয়ে যায়। তাই ওজন কম হয়ে যেতে পারে।

আপডেট:   বাংলাদেশ সময়  ০৩:৫৭ অপরাহ্ন, ২১ জুন ২০১৫, রোববার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না