Home / চাঁদপুর / ‘জেলার মধ্যে ডিজিটাল সেবা প্রদানে চাঁদপুর শ্রেষ্ঠ হয়েছে’
ডিজিটাল সেবায় চাঁদপুর শ্রেষ্ঠ
ফাইল ছবি

‘জেলার মধ্যে ডিজিটাল সেবা প্রদানে চাঁদপুর শ্রেষ্ঠ হয়েছে’

চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, দেশের জেলার মধ্যে ডিজিটাল সেবা প্রদানে চাঁদপুর শ্রেষ্ঠ হয়েছে। এটা চাঁদপুরবাসীর জন্য কম অর্জন নয়। ইউপি চেয়ারম্যানগন ডিজিটাল সেবা ও ইউনিভেশনের পরিকল্পনাগুলো উপস্থাপন করবেন। সমাজ চায় পরিবর্তন। তাই জন প্রতিনিধিদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রশাসনের আয়োজনে ৮৮ ইউনিয়ন চেয়ারম্যান ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের সাথে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যে সকল চেয়ারম্যানরা আজকের ডিজিটাল বাংলাদেশ কর্মশালায় আসেনি তারা ডিজিটাল নয় এনালগ চেয়ারম্যান। তাদেরকে তলবের মাধ্যমে জবাবদিহিতার কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। প্রতিটি ইউনিয়নের জনগন এখন অনলাইনের মাধ্যমে সেবা পেতে চায়। সঠিকভাবে সেবার কার্যক্রম করা হলেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ আব্দুল হাইয়ের পরিচালনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মজুমদার, চাঁদপুর সদর বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, মতলব উত্তর ফতেহপুর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, শাহরাস্তি পশ্চিম চিতৈশী ইউপি চেয়ারম্যান জোবায়ের কবির বাহাদুর, কচুয়া ১০নং গৌহাট ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল হাই, হাজীগঞ্জ সদর ৫নং ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ৪নং হাইমচর ইউপি চেয়ারম্যান মো. শাহদাত হোসেন, ফরিদগঞ্জ রুপসা ইউপি উদ্যোক্তা ওমর ফারুক, বালিয়া ইউপি উদ্যোক্তা মাহবুবুর রহমান, হাইমচর ইউপির উদ্যোক্তা সাকিব হোসেন, হাজিগঞ্জ সদর ইউপি উদ্যোক্তা শামিম হোসেন, ৪নং সুবিতপুর ইউপি উদ্যোক্তা হালিমা বেগম প্রমূখ।

প্রতিবেদক-মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ৩৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
এইউ

Leave a Reply