Home / চাঁদপুর / ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
Abdul Hai

‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উপ-সচিব মোহাম্মদ আবদুল হাই বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মায়েদের ভুমিকা গুরুত্বপূর্ণ । আদর্শ সন্তান ও সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে মায়েরাই বেশি ভূমিকা রাখছে ।তাই মা’দের সবসময়ই সম্মান করতে হবে ।

বুধবার ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার ৪৯ নং পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মহিলা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক ।

প্রধান অতিথি বলেন, ‘বাল্যবিবাহ,মাদক ও যৌতুক রোধকল্পে সবাইকে সচেতন হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে । মাদকসেবীদের সামাজিকভাবে বয়কট করতে হবে । এদেরকে কোথাও স্থান দেয়া যাবে না ।’

বক্তব্যে তিনি জানান, ‘নারীর ক্ষমতায়ানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি প্রকল্প হাতে নিয়েছে । যেগুলো শুধুমাত্র নারীদের উন্নয়নে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুরাদ হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালি উল্যাহ ওলি।

তিনি তার বক্তব্যে বলেন,বাল্য বিবাহ বন্ধ করতে হবে ।এ ব্যাপারে মা’দের জোরালো ভুমিকা রাখতে হবে । এলাকার মাদক সেবীদের বিরুদ্বে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী, ৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, চাঁদপুর সদর সহকারী শিক্ষা অফিসার একে এম মোস্তাক আহমেদ।

ম্যানেজিং কমিটির তারেক হোসেন বিপ্লব, সভাপতি পিটিত্র আবুল হোসেন বাচ্চু মজুমদার,ছাত্রলীগ নেতা আলী হোসেন,আব্দুর রহিম ।

ক্যাপশান ঃ চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে রামপুরে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত )উপসচিব মোহাম্মদ আব্দুল হাই ।পাশে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালি উল্যাহ ওলি, চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী,৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীসহ অন্যান্য অতিথিবৃন্দ ।

করেসপন্ডেন্ট
: : আপডেট, বাংলাদেশ ৬: ০৩ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply