Home / উপজেলা সংবাদ / কচুয়া / জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় সাচার কৃষি ব্যাংককে অভিনন্দন
Kachua...

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় সাচার কৃষি ব্যাংককে অভিনন্দন

বাংলাদেশ কৃষি চাঁদপুর জেলা পর্যায়ে কচুয়া উপজেলার সাচার বাজার শাখা কৃষি ব্যাংক ২০১৬-২০১৭ অর্থ বছরে ব্যাংকের যাবতীয় কার্যক্রম বিগত বছরের চেয়ে ১১.৬৩ কোটি টাকা লাভ বাড়াতে সক্ষম হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপক (ম্যানেজার) মোঃ মোবারক হোসেন ও অন্যান্য কর্মকর্তাদের গতিশীল নেতৃত্বে ২০১৭ এ সাচার শাখা কৃষি ব্যাংকে ১৪৯.৯৫ লক্ষ টাকা অপারেটিং প্রফিট করতে সক্ষম হয়েছে এবং শ্রেণিকৃত ঋণ স্থিতি ০.২৪ লক্ষ টাকা হ্রাস পেয়েছে।

ফলে এ শাখা আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, শ্রেণীকৃত ঋণ আদায় ও মুনাফাসহ অধিকাংশ ব্যবসায়ীক লক্ষ্যমাত্র অর্জন করতে সক্ষম হয়েছে। তাছাড়া ২০১৬-২০১৭ অর্থ বছরে এ সাফল্য ধরে রাখার জন্য ২০১৭-২০১৮ ইং অর্থ বছরের ১৫টি ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে।

ব্যাংকের যাবতীয় কর্মকান্ডে অধিক প্রচেষ্টায় সবগুলো ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা অর্জন সহ মূনাফা অর্জনে সক্ষম হবে।

সব মিলিয়ে এ লক্ষ্যমাত্রা অর্জন করায় বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগীয় কার্যালয় মহাব্যবস্থাপক মোঃ রকিবুর রহমান খন্দকার গত ১৬ আগস্ট স্বাক্ষরিত এক পত্রে সাচার কৃষি ব্যাংক ব্যবস্থাপক মোঃ মোবারক হোসেনসহ অন্যান্য কর্মকর্তাদের প্রশংসার দাবি জানিয়ে তাদের শুভেচ্ছা অভিনন্দন ও সাফল্য কামনা করেন।

জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ ১১: ৩০ পিএম, ২৯ আগস্ট ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply