Home / চাঁদপুর / জেএসসি ও পিএসসিতে চাঁদপুরে তিন শীর্ষ বিদ্যালয়ের শতভাগ পাস
চাঁদপুরে তিন শীর্ষ বিদ্যালয়ের শতভাগ পাস

জেএসসি ও পিএসসিতে চাঁদপুরে তিন শীর্ষ বিদ্যালয়ের শতভাগ পাস

চাঁদপুর শহরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান এবারও ভালো ফলাফল অর্জন করেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, পিএসসি পরীক্ষায় হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর ৩৪০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে শতভাগ উর্ত্তীর্ণ হয়।

এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১৮২ জন।

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সর্বমোট ১৫৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে শতভাগ উর্ত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১৩২ জন। ভালো ফলাফল ধরে রেখেছে আল-আমিন একাডেমী।

এ প্রতিষ্ঠানের ৩ টি শাখা থেকে ৩৫৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে শতভাগ উর্ত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ২১৩ জন।

জেএসসি পরীক্ষায় হাসান আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২৫১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে শতভাগ উর্ত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১০৫ জন।

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৯৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে শতভাগ উর্ত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১৪৮ জন।

এদিকে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে শহরের আল-আমিন একাডেমী। এ প্রতিষ্ঠানে এ বছর ৩৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ উর্ত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ২১৩ জন।

প্রতিবেদক- আশিক বিন রহিম ।। আপডটে,বাংলাদশে সময় ১০ : ২৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply