Home / আন্তর্জাতিক / মোটরসাইকেল চাওয়া বরের গলায় জুতার মালা
মোটরসাইকেল চাওয়া বরের গলায় জুতার মালা

মোটরসাইকেল চাওয়া বরের গলায় জুতার মালা

বিয়েতে যৌতুক হিসেবে মোটরসাইকেল দাবি ছিল বরপক্ষের। অন্যায় সে দাবি মেনেও নিয়েছিল কনেপক্ষ। তবে বিয়ের দিন শুরু হলো নতুন সমস্যা।

যৌতুক হিসেবে কনেপক্ষ যে মোটরসাইকেল কিনেছিল সেটা পছন্দ হলো না পাত্রপক্ষের। বিয়ের আসরে পৌঁছে তারা দাবি করে, দ্বিগুণ দামের নতুন মডেলের মোটরসাইকেল কিনে দিতে হবে মেয়ের বাবাকে।

তবে এবার আর মানেননি কনে। তার সঙ্গে প্রতিবাদে সরব হয় পুরো গ্রাম। অবস্থা বেগতিক দেখে পালান বরযাত্রীরা। ফুলের মালা খুলে বরের গলায় জুতার মালা পরিয়ে দেন এলাকাবাসী।

সিদ্ধান্ত নেন, এরপর গ্রামের কোনো মেয়ের বিয়ের জন্য যৌতুক নিয়ে দরদাম করা হলে একই কাজ করা হবে।

বুধবার এ ঘটনা ঘটে ভারতের রাঁচীর পিথোরিয়ায়। আনন্দাবাজারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রাঁচীর সিকদিরির মুমতাজউদ্দিনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল রুবিনা পরভিনের। রুবিনার বাবা বসিরউদ্দিন আনসারি বলেন, ‘পণ হিসেবে মোটরসাইকেল চেয়েছিল ছেলে। কয়েক দিন আগে তাকে রাঁচীর একটি শো-রুমে নিয়ে যাই। ছেলেই পছন্দ করেছিল মোটরসাইকেল।’

বসিরউদ্দিন আরও জানান, বিয়ের ঠিক আগে বরযাত্রীরা মোটরসাইকেল দেখে রেগে যান নতুন মডেলের নতুন রঙের মোটরসাইকেল কিনে দেয়ার দাবি করা হয়।

এসব শুনে বিয়ে করতে অস্বীকৃতি জানান রুবিনাও।

তার পাশে দাঁড়ায় গোটা গ্রাম। গ্রামবাসীরা পাত্রপক্ষকে তখনই সেখান থেকে চলে যেতে বলেন। বেগতিক দেখে সমঝোতার চেষ্টা করে বরযাত্রীরা। কিন্তু রুবিনা ছিলেন অনড়। ওই সময়ই স্থানীয়রা জুতার মালা তৈরি করে মুমতাজের গলায় পরিয়ে দেন।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময়১০:৪৫ এ.এম, ২৮ এপ্রিল ২০১৭,শুক্রবার
ইব্রাহীম জুয়েল

Leave a Reply