Home / চাঁদপুর / জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চাঁদপুরে আলোচনা ও দোয়া
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চাঁদপুরে আলোচনা ও দোয়া

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চাঁদপুরে আলোচনা ও দোয়া

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১ তম জন্ম বার্ষিকীতে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উপলক্ষ্যে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা বিত্রনপি।

বাদ আছর দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. সেলিম উল্লাহ সেলিম।

সভায় বক্তারা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এ দেশের স্বাধীনতার মূল ঘোষক। কিন্তুু ইতিহাস কে বিক্রিত করতে বাকশালী আওয়ামী সরকার আগামী প্রজন্মের কাছে নিজেদের স্বরচিত ইতিহাস উপস্থাপন করছেন। এতেও তারা ক্ষ্যান্ত হয়নি। জিয়া উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর পায়তারা করছে। জিয়াউর রহমানের কবর সরানো দূরের কথা, হাত দিলে সারা দেশ অচল করে দেয়া হবে।

বক্তরা আরোও বলেন, ‘হামলা মামলা ও ষড়যন্ত্র করে নেতা-কর্মীর মন থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা যাবে। কারণ জীবিত শহীদ জিয়াউর রহমান থেকে মৃত জিয়াউর রহমান অনেক শক্তিশালী। আগামী দিনে আমরা চাঁদপুর জেলা বিএনপি একত্রিত হয়ে এ বাকশাল সরকারের পতনে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।’

সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক কাজী গোলাম মোস্তফা, মাহাবুব আনোয়ার বাবলু,এড.হারুনুর রশিদ, ফেরদৌস আলম বাবু, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক এড.শামছুল ইসলাম মন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এড.জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন, ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী,,জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ বাহার,যুগ্ম আহবায়ক মাসুদ মাঝি,

মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিত্রনপি নেতা জাকির মৃধা।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ