Home / কৃষি ও গবাদি / জিলানী চিশতী কলেজে কম্পিউটার সেট প্রদান
জিলানী চিশতী কলেজে কম্পিউটার সেট প্রদান

জিলানী চিশতী কলেজে কম্পিউটার সেট প্রদান

চাঁদপুর সদর উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্তলী জিলানী চিশতী কলেজে এক সেট কম্পিউটার প্রদান করেছেন কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ (সহকারী অধ্যাপক ) মোহাম্মদ আলী খন্দকার । (২৯ মে ) রবিবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদকের সোহেল রুশদীর হাতে তিনি এটি তুলে দেন।

কম্পিউটার সেট গ্রহন করেন কলেজ গভনির্ং বডির দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী এবং বর্তমান অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ ।

সম্পূর্ণ তার নিজস্ব তহবিল থেকে প্রতিষ্ঠানটিকে ভালোবেসে কলেজের অবসরপ্রাপ্ত এ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী খন্দকার ছাত্র-ছাত্রীদের জন্য এক সেট কম্পিউটার প্রদান করেন ।

এক প্রতিক্রিয়ায় অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী খন্দকার বলেন, ‘আমি দীর্ঘজীবন এ কলেজে চাকুরী করেছি । কলেজ থেকে অনেক কিছু পেয়েছি । এখন অবসরে গিয়েছি । আমার আশা কলেজটি ভালো চলুক । ছাত্র-ছাত্রীরা সাফল্যজনক ফলাফল অর্জন করবে । এ কলেজের জন্য কিছু একটা করতে পারা আমার জন্য অতি আনন্দের । তাই আমি চেষ্টা করবো ভবিষতে আরো কিছু করা যায় কিনা ।’

এ ব্যাপারে কলেজ গভনির্ং বডির দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী বলেন, ‘আমি কলেজ গভনির্ং বডির পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অব:) মোহাম্মদ আলী খন্দকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । অবসরে গিয়েও অসুস্থ এ মানুষটি কলেজকে মনে রেখেছেন । কলেজের প্রতি অবদান রেখেছেন । ইতিপৃর্বে তিনি কলেজে কলাপসিবল গেইট, পিন্টার, ইউপিএস দিয়েছেন । এখন আবার কম্পিউটার সেট প্রদান করলেন। এ ধরনের শিক্ষক সমাজে বিরল। কারন অবসরে গেলে ওই প্রতিষ্ঠানের খবর অনেকই রাখে না । কিন্তু তিনি শুধু খবরই রাখেননি, প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু করার ব্রত নিয়ে এগিয়ে এসেছেন।’

কলেজের বর্তমান অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ বলেন, ‘সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী খন্দকারের অধীনে আমি চাকুরী করেছি । কলেজের প্রতি উনার যে ভালোবাসা তা সত্যি প্রশংসনীয় । তিনি অবসরে গিয়েও কলেজের প্রতি যে অবদান রাখছেন তা স্মরন রাখার মতো । আমরা শিক্ষকবৃন্দ পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।’

 

:  আপডেট, বাংলাদেশ সময় ৩:৩০ এএম,  ২৯ মে  ২০১৬, রোববার

ডিএইচ