Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / জিলানী চিশতী কলেজ পরিদর্শনে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
জিলানী চিশতী কলেজ পরিদর্শনে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

জিলানী চিশতী কলেজ পরিদর্শনে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুৃদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের নির্মাণাধীন চার তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের কাজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম এহসান কবির।

পরিদর্শনকালে তিনি নতুন এ একাডেমিক ভবনের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষনিক চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরে পার্শ্ববর্তী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নতুন নির্মিত একাডেমিক ভবন পরিদর্শন করেন । হাইস্কুলের নতুন ভবন এবং ভবনের ক্লাসরুম দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান,উপ-সহকারী প্রকৌশলী মো. তারেক মিয়া, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন, কলেজের প্রভাষক মো. নুরুল বাতেন, প্রভাষক মো. জহিরুল ইসলাম মুরাদ, প্রভাষক মো. মানিক মিয়া, প্রদর্শক মো. মঞ্জুর হোসেন পাটওয়ারী প্রমুখ।

এ ব্যাপারে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কলেজ গভণির্ং বডির দাতা সদস্য এবং চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী জানান,‘ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের প্রতিষ্ঠানের আগমনকে আমরা স্বাগত জানিয়েছি । শিক্ষার মান উন্নয়নে নতুন এ অবকাঠামো ব্যাপক ভূমিকা রাখবে। হাইকুল ও কলেজে নতুন একাডেমিক ভবন হওয়ায় আমরা বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ স্থানীয় সাংসদ ডা. দীপু মনি এবং শিক্ষা প্রকৌশল বিভাগের প্রতি। আমরা চাই ভবনের কাজের মান যাতে ভালো হয় । এ ব্যাপারে চাঁদপুর প্রকৌশল বিভাগের মনিটরিং আরো জোরদার হওয়া প্রয়োজন।’

: :আপডেট, বাংলাদেশ সময় ৮:৩০ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply