Home / উপজেলা সংবাদ / হাইমচর / বিশ্ব যক্ষ্মা দিবসে হাইমচরে র‌্যালি ও আলোচনা সভা
বিশ্ব যক্ষ্মা দিবসে হাইমচরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব যক্ষ্মা দিবসে হাইমচরে র‌্যালি ও আলোচনা সভা

‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে’ এ শ্লোগানে প্রতি বছরের ন্যায় হাইমচরে বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে বিশ্ব যক্ষা দিবসের র‌্যালি ও আলোচনা সভা শুক্রবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন বিদ্যালয় শিক্ষার্থী ও সচেতন জনসাধারণকে নিয়ে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বিশ্ব যক্ষা দিবসের আলোচনা সভায় ব্র্যাক উপজেলা ম্যানাজার মো. আউয়াল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও ব্র্যাক একাউন্ট অফিসার মো. আরিফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দিপন দে, ডা. সোলাইমান হোসেন, আলগী দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরদার আঃ আজিজ মাস্টার, টিবি প্রোগ্রাম অফিসার সংকর চন্দ্র দাস, মশিউর রহমান প্রমুখ।

আলোচনা সভায় অতিথিরা বলেন ঐক্যবদ্ধ থাকলেই যক্ষার মত ভয়ানক রোগকে দেশ থেকে দুর করা সম্ভব। টেকসই উন্নয়নের লক্ষ সমূহ সকলের মাঝে সমবন্টনের মাধ্যমে যক্ষার নির্মূল করা যায়। আমাদের সকল মানুষকে সচেতন করে গড়ে তুলতে হবে। এ হোক আগামী দিনের অঙ্গীকার।
প্রতিবেদক- বিএম ইসমাইল
:আপডেট, বাংলাদেশ সময় ০৬: ৫৭ পিএম, ২৪ মার্চ ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply