Home / উপজেলা সংবাদ / হাইমচর / জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে হাইমচরে মহড়া ও র‌্যালি
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে হাইমচরে মহড়া ও র‌্যালি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে হাইমচরে মহড়া ও র‌্যালি

‘দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ আনবে টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়ের মধ্যে দিয়ে হাইমচর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনে শুক্রবার (১০ মার্চ) র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাইমচর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার শেফালীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব রশিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. মঈন উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনর্চাজ সৈয়দ মাহবুবুর রহমান, হাইমচর মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার জি এম আমির হোসেন প্রমুখ।

র‌্যালি শেষে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, অতিথি অংশগ্রহণে দুর্যোগের প্রস্তুতি মহড়া ও অগ্নী নির্বাহে বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ০৩ পিএম, ১০ মার্চ ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply