Home / চাঁদপুর / জাতীয় গণহত্যা দিবসে চাঁদপুর সরকারি কলেজে আলোচনা সভা
জাতীয় গণহত্যা দিবসে চাঁদপুর সরকারি কলেজে আলোচনা সভা

জাতীয় গণহত্যা দিবসে চাঁদপুর সরকারি কলেজে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে শনিবার (২৫ মার্চ) সকালে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাহিত্য ও সংস্কৃতি কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন বলেন, সারা দেশে ন্যায় চাঁদপুরেও দিবসটি পালন করা হচ্ছে। আমরা আজ গর্বিত দিবসটি জাতীয়ভাবে পালন করা হচ্ছে। নতুন প্রজন্মের জন্য এ দিবসটি একটি শিক্ষনীয় বিষয়। শুধু পড়ালেখায় সীমাবদ্ধ থাকলেই হবে না। পাশাপাশি ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ৬দফা দাবী, মুক্তিযুদ্ধসহ সকল ইতিহাস সম্পর্কে জানতে হবে। তাহলেই একজন শিক্ষার্থী পরিপূর্নতা লাভ করবে।

সাহিত্য ও সংস্কৃতি কমিটি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অসিত বরণ দাশের সভাপতিত্বে বিশেষ উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।

বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো. সাইদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. আলমগীর হোসেন ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধাণ শেখ মো. খলিলুর রহমান।

আলোচনা সভা শেষে আলোচিত্রের মাধ্যমে কবি ও সাহিত্যিক জহির রায়হানের রচিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।

এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ০১: ৫৪ পিএম, ২৫ মার্চ ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply