Home / চাঁদপুর / ‘রাস্তায় ইট-বালি রেখে জনদুর্ভোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা’
মেয়র নাছির
চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ (ফাইল ছবি)

‘রাস্তায় ইট-বালি রেখে জনদুর্ভোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা’

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মদ বলেছেন, আমাদের সকলের লক্ষ্য একটাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। মাদক নির্মূল করতে কঠোর আইনের প্রয়োজন। শহরের লন্ডন ঘাটে অবৈধভাবে ইট, বালি রেখে জনগণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে শিঘ্রই উচ্ছেদ পরিচালনা করা হবে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এমপি, জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী প্রমুখ।

প্রতিবেদক-মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১২ : ৪২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার
এইউ

Leave a Reply